Header Ads

Header ADS

About me

My pictureআমার নাম William Joy Stange. আসলে এটা আমার ডাক নাম না। আমার ডাক নাম শুধু জয়।
william joy stange নামটি আমি নিজেই দিয়েছি। আমি খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স
করেছি। আমি হাই স্কুল পর্যন্ত মেধাবী ছাত্র ছিলাম। কিন্তু কলেজে উঠার পর থেকে তেমন একটা মনোযোগ লেখা পড়ায় বসাতে পারিনি। ক্লাস সিক্স বা সেভেন থেকে আমার খেলা ধুলা করার একটা ভালো অভ্যাস ছিলো। কিন্তু আমি যখন ইন্টারে উঠি তখন থেকে প্রযুক্তি আর লেখা লেখি করার একটি মনোযোগ আমার মধ্যে কিভাবে যেন চলে আসে। তখন থেকেই আমি বিভিন্ন প্রকারের উপন্যাস ও গল্পের বই পড়তাম। ও নিজে এইসব বিষয় লেখার চেষ্টা করতাম। ঐতাহাসিক কোন ঘটনা / ফেলুদা / রহস্যময় যে কোন গল্প আমার কাছে খুবি ভালো লাগে। আমার নিজের মধ্যে আরেকটা প্রতিভা রয়েছে আর সেটা হল আমি গান গাইতে পারি। কাউকে কিছু করতে দেখলে আমি সেটাও শিখে নিতে পারি। 

ছোট থেকে এই সময় পর্যন্ত আমি ভালো মন্দ সব ধরনের মানুষের সাথে মিশেছি জ্ঞান অর্জনের জন্য। আমার সাথে কখনো ভালো আবার কখনো খুব খারাপ সময় কেটেছে আমি এই সবের সহস্য খুজেছি। খুজতে  খুজতে আমার জীবনে অনেক কিছুর সম্মুখীন হয়েছি। আমি এটাও জেনেছি জানার কোন শেষ নেই। আবার প্রয়োজনের চেয়ে বেশি না জানলেও কোন অসুবিধা নেই।
আমি এইসবের মধ্য দিয়েই শিখে গেছি বাস্তবতা।  
Powered by Blogger.