Header Ads

Header ADS

চতুর পথ

আলোর সন্ধান করতে গেলে অন্ধকারে প্রবেশ করতে হয়। যেমন ধরুন আমি গন্তব্যের কোন শেষ খুজে পাইনা। দীর্ঘ সময় ধরে কত পথ পারি দিচ্ছি কিন্তু পথ কখনোই শেষ হচ্ছে না। আমার কোথায় যাওয়ার কথা আর প্রকৃতি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আসলে পথ কখনো শেষ হয়ে যাওয়ার বিষয় না। মানুষের যখন সমাপ্তি ঘটে পথ তখন জীবন থেকে এমনেই থেমে যায়। কারন সৃষ্টির সেরা জীব হয়ে জন্মালেও আমার অবস্থান কোথায় তা আমি নিজেও জানিনা। শত শত কোটি জীব এই পৃথিবীতে বন্দি। আবার এই পৃথিবীর মত কোটি কোটি গ্রহ নক্ষত্র ভ্রহ্মান্ডের ভেতর বন্দি। এইসব ভাবতেই অবাক লাগে। শত শত বছর ধরে জ্ঞানী- বিজ্ঞানী ও সাধু - মহাপুরুষেরা ৪ টি প্রশ্নের উত্তর খুজে বেড়াচ্ছে।

১। আমি কে?
২। এই পৃথিবীতে আমার সম্পৃক্ততা কি?
৩। আমি জন্মের আগে ছিলাম কোথায় ?
৪। মরলে যাব কই?

এগুলা তো অনেক জটিল প্রশ্ন।

চোখের সামনে দেখা অনেক বিষয় গুলারো উত্তর খুজে পাইনা। কোনটা সঠিক আর কোনটা বেঠিক তাও বুঝে উঠতে পারিনা।

ধরুন আপনি,
১। সেলিব্রেটি
২। চোর
৩। কাকরাইল মসজিদের ঈমাম সাহেব
৪। পাগল
৫। ভন্ড
৬। সাধক
৭। প্রধানমন্ত্রী
যাই হন না কেন মানুষ আপনাকে নিয়ে মন্তব্য করবেই।
😑😑   

মানুষের সব দুঃখ কষ্ট চোখের জল দিয়ে প্রকাশ পেলেও তা বহুরুপি হয়ে থাকে। কেও জিতার জন্য কাদে, কেউ হারার কষ্টে কাদে আবার কেউ অযথাই কাদে। উদ্দেশ্য তিনটা কিন্তু প্রকাশের রাস্তা একটা।

মানুষ ঠিক এই ভুলটাই করে যেটা (মিথ্যা) তা নিয়ে অন্ধ বিশ্বাসে উন্মাত হয়ে যায়। আর যেটা (সত্য) প্রমান সেটাকে সরুপ দিতে পারেনা বিধায় মানুষ তা অবজ্ঞা করে।

তাই এই পৃথিবীতে কেউ কারো নয়। যার যা ইচ্ছা সে তাই করে। আমিও তাদের একজন। খাও দাও ঘুরো ফিরো বিন্দাস জীবন কাটাও। নিশ্বাস বন্ধ হয়ে গেলে এ ছবির নাম হবে কেয়ামত থেকে কেয়ামত।😆😆😆😆ফেসবুকে আমাকে পেতে এ

No comments

Powered by Blogger.